Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহঃ

বিগত ৩ বছরে চুয়াডাঙ্গা জেলায় বেকারত্ব দূরীকরণে ২১০০ (দুই হাজার একশত) জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে মৌলিক, কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে জনহিতকর উদ্যোগের অংশ হিসেবে ১৪০০ (এক হাজার চারশত) জন দরিদ্র ভিডিপি সদস্যকে ত্রাণ ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা সৃষ্টি ও করোনা রোগীদের চিকিৎসা সহায়তার জন্য ২৫০ (দুইশত পঞ্চাশ) জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপদ খাদ্য ও জননিরাপত্তা নিশ্চিতকরণে চুয়াডাঙ্গা জেলায় গত তিন বছরে মোট ৪০ (চল্লিশ) টি টহল ও অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন নির্বাচন ও দুর্গাপূজায় ৫৮১৫ (পাঁচ হাজার আটশত পনের) জন আনসার ভিডিপি সদস্য/সদস্যাকে মোতায়েন করা হয়েছে। জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদানে  জন্য ১৯৫ (একশত পঁচানব্বই জন আনসার সদস্য অংগীভূত রয়েছে। ২০২২ অর্থ বছরে প্রায় ২০০০ টি বৃক্ষরোপন করা হয়। প্রায় ৩০০ জন সদস্যকে ভিডিপি প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহঃ

ক) অত্র জেলার আনসার ভিডিপি কাজের পরিধির তুলনায় বিভিন্ন পর্যায়ের কর্মচারির ঘাটতি।

খ) নিরাপত্তা প্রদানের জন্য জনবলের চাহিদার তুলনায় ব্যাটালিয়ন আনসারের স্বল্পতা এবং যানবাহনের ঘাটতি।

গ) প্রয়োজনীয় অবকাঠামো ও আবাসন খাতে উন্নয়নের জন্য অপর্যাপ্ত বরাদ্দ।

ভবিষ্যৎ পরিকল্পনাঃ

(১) প্রতিবছর বিভিন্ন মৌলিক, কারিগরি, পেশাভিত্তিক ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে অন্ততঃ ৮০০ (আটশত)  

জন আনসার ও ভিডিপি সদস্যকে দক্ষ মানব সম্পদ রূপে গড়ে তোলা ।

(২) প্রতি বছর ৮০ (আশি) জন সাধারণ আনসার সদস্যকে অস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে সরকারি-বেসরকারি সংস্থার নিরাপত্তা প্রদানের জন্য সক্ষম করে তোলা।

(৩) নিরাপদ খাদ্য ও জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রতি বছর অন্তত ৩০ (ত্রিশ) টি টহল ও অভিযান পরিচালনা করা।

           ২০২২-২০২৩ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জন সমূহঃ

(১)      ৭০০ (সাতশত) জন আনসার ও ভিডিপির সদস্য/সদস্যাদের মৌলিক, কারিগরি, পেশাভিত্তিক  ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান।

(২)      সরকারি-বেসরকারি সংস্থার নিরাপত্তায় ২০০ (দুইশত) জন অংগীভূত আনসার মোতায়েন।

(৩)     রাষ্ট্রীয় ও ধর্মীয় অনুষ্ঠানাদির নিরাপত্তায় ১২০০ (এক হাজার দুইশ) জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন।

(৪)      জননিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষায় ৩০ (ত্রিশ) টি টহল ও অভিযান পরিচালনা।

(৫)      ১২০০ (এক হাজার দুইশত) টি ফলজ, বনজ এবং ঔষধী গাছ রোপন।